সাতক্ষীরায় র্যাবের পৃথক অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামে ও রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা এলাকা অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী নাছিমা খাতুন (৪০) ও পাথরঘাটা গ্রামের মোঃ শাহাজান আলী সরদারের ছেলে মোঃ শাহাদাত হোসেন সরদার (১৯)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাত ৯টার দিকে সদর উপজেলার মাগুরা গ্রামের কর্মপাড়া এলাকার সবুজ সংঘ ক্লাবের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর থেকে নাছিমা খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে রাত ৮ টার দিকে অপর এক অভিযানে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের জনৈক বাবুলের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৫১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন সরদারকে আটক করে র্যাব।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের সদর থানায় সোপর্দ পূর্বক মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম