খুলনা, বাংলাদেশ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানি চলছে
  তৎকালীন সরকারের যোগসাজশেই বিডিআর বিদ্রোহের ঘটনা, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে : মির্জা ফখরুল
  শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস আজ, এবার পালন হবে রাষ্ট্রীয়ভাবে

সাতক্ষীরায় যুব দিবস উপলক্ষে আলোচনা, সনদ ও ঋণের চেক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ প্রফসর এস এম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তৃতা করেন জাহিদা জাহান মৌ ও শেখ কাইয়ুম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কো-অর্ডিনেটর আশুতোষ কুমার বিশ্বস, নিরাময় কেন্দ্র আদর এর পরিচালক কাজী আকতার হোসেন, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান প্রমূখ। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস অনুষ্ঠানে ইলেকট্রন্ক্সি, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, রিফ্রিজারেশন এন্ড এয়ারকান্ডিশনিং, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি, পোশাক তৈরী বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!