খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ
জাতীয় হিন্দু মহাজোট

সাতক্ষীরায় যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

জেলার বাঁকাল জেলেপাড়ায় সংখ্যালঘু স¤প্রদায়ের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটসহ চারজনকে পিটিয়ে জখম করার ঘটনায় জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানসহ তার সহযোগিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ আগষ্ট সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা শাখা এই মানববন্ধন কর্মসুচি করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রাণনাথ দাসের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রণজিৎ ঘোষ, যুব মহাজোটের সভাপতি সন্দীপ বর্মণ, যুব ঐক্য পরিষদ সদস্য মিলন রায়, মিঠুন ব্যাণার্জী প্রমুখ।

বক্তারা বলেন, জমি-জমা সংক্রান্ত বিষয়ের জেরে গত ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা মান্নানের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী নিরঞ্জন মাখাল ও পূর্ণিমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দেওয়ায় নিরঞ্জন মাখাল, তার স্ত্রী অহল্যা, সহদেব মাখাল ও বলরাম মাখালকে পিটিয়ে জখম করা হয়।

এঘটনায় স্থানীয়রা ওই রাতেই সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করে ঝাঁটা মিছিল করলে পুলিশ মুজিবর ও তার ছেলে শুভকে আটক করে নিয়ে যায়। এরপর অদৃশ্য কারনে রাতেই তাদের ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় নিরঞ্জন মাখাল বাদি হয়ে যুবলীগ নেতা আব্দুল মান্নানসহ পাঁচজনের নাম উলে­খপূর্বক অজ্ঞাতনামা অরো ১৬ জনকে আসামী করে সদর থানায় একটি এজাহার জমা দিলে পুলিশ গত ১ আগষ্ট সেটি নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করেন। এ ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে আসামীরা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে। বক্তারা এ সময় এ মামলার অন্যতম আসামী জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানসহ ৫ আসামীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!