আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বদ্বিতার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। শনিবার (১৬ জানয়ারি) সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীরের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এছাড়া শনিবার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ১১ জন প্রার্থী তাদরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে ৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন প্রার্থী। তবে মেয়র পদে শনিবার পর্যন্ত আরো কোন প্রার্থী তাদরে মনোনয়নপত্র জমা দেননি।
কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে মোঃ কায়ছারুজ্জামান হিমেল, আহসান আজীম (লাভলু) ও মোঃ আছাদুল ইসলাম ঢালী, ৩নং ওয়ার্ডে শেখ মুজিবর রহমান, ৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৬নং ওয়ার্ডে শেখ মাহমুদ হোসেন ও মোঃ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আব্দুর রশিদ ও মোঃ জাহানুর হোসাইন (সাগর) এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জ্যোৎস্না আরা ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রার্থী রাবেয়া পারভীন। এনিয়ে গত তিন দিনে একজন মেয়র প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশীল অনুযায়ী সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ জানুয়ারি, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
খুলনা গেজেট/কেএম