খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

সাতক্ষীরায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫ বছর ও মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনার অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংগঠন স্বদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। সভায় মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ বেলায়েত হোসেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, পত্রদূত সম্পাদক মন্ডলীর সভাপতি আনিসুর রহিম, ইউএনএর আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন, অধ্যাপিকা আশাকা সিদ্দিকা, মহিলা পরিষদের জোৎন্স্যা দত্ত প্রমুখ।

বক্তরা বলেন, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছরপূর্তি’ পালিত হচ্ছে। জাতিসংঘ কর্তৃক যে সনদে যে মানবাধিকরের কথা বলা হয়েছে। সেটা অনেক ক্ষেত্রে ব্যত্তায় ঘটছে। আমাদের সংবিধানে সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে নারীদের সমান অধিকারের কথা বললেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এর পরও কেউ মুখ খুলছেন না। আদালতে যেয়েও তারা ন্যয় বিচার পাচ্ছেন না।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তণজনিত কারণে সৃষ্ট অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শিক্ষার্থীসহ সমাজের সকল মানুষ মিলে কাজ করলেই মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।

এর আগে সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের মহিলা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!