খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

সাতক্ষীরায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পথসভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং মানবধিকার পক্ষের সমাপনি দিনে মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের অংশগ্রহনে জেন্ডার ইন এমারজেন্সি এলায়েন্স, এইচআরডিএফ, সিএসও মানবাধিকার বিষয়ক কোয়ালিশন সাতক্ষীরা এই মানববন্ধন ও পথসভার আয়োজন করে।

বিশ্ব মানবাধিকার দিবসে অনুষ্ঠিত পথসভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা নিউজ নেটওয়ার্কের সভাপতি ও জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, সুশিলন সমন্বয়কারী জাবেদ হাসান, উত্তরন প্রতিনিধি এডঃ মনিরুদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি ডাঃ কবির হোসেন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন শীল, সরদার গিয়াস উদ্দীন, ডাঃ শফিকুর রহমান, উষা সংস্থার পরিচালক মোঃ শামসুজোহা, মুক্তি ফাউন্ডেশন পরিচারক গবিন্দ দাস, নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, সুনাম প্রতিনিধি মোঃ ফেরদৌস হোসেন, শিরিনা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের মানুষ যখন করোনার অভিঘাত মোকাবেলা করছে তখন পাল­া দিয়ে দেশে নারী প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতন। এ সকল নির্যাতনের দ্রুত বিচার হওয়া দরকার। বিজয়ের মাসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা, নিরাপদ চলাচল, জন নিরপত্তা সহ বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, সংখ্যালঘু জনগনের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অনুরোধ জানিয়ে বক্তারা আরো বলেন, সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্বদেশ, বরসা, হেড, উত্তরন, সুশিলন, সুনাম সাতক্ষীরা, মুক্তি ফাউন্ডেশন, ক্রীসেন্ট, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, সার্ক সার্বজনীন মানবাধিকার সংস্থা, উই ক্যান, সুপ্র, আইন ও সালিশ কেন্দ্র-আসক সহ বিভিন্ন উন্নয়য় সংগঠনের শতাধিক নারী-পুরুষ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!