খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, র‍্যাব সদস্যসহ ৩১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিসংখ্যান কর্মকর্তা ও র‍্যাব সদস্যসহ নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৫ জুলাই পর্যন্ত মোট ৬৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে যবিপ্রবি ল্যাব থেকে ২৬ জন ও খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫ জনের রিপোর্ট এসেছে।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন তালা উপজেলার কানাইদিয়া গ্রামের অসিম কুমার দত্ত (৫৬), গোনালী গ্রামের শহিদুল ইসলাম (৬৪), একই উপজেলার আবুল হাসান (৪১), তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী দেবায়ন বিশ্বাস(২৭), কলারোয়া উপজেলার জয়নগর গ্রামের তন্ময় কুমার হাজরা(২৮), কলারোয়ার সাইফুল ইসলাম (৩৯), শ্যামনগর উপজেলার নাগপুর এলাকার সুশা কুমার (৪৪), কালিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ (৫০), ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার জাহিদুল ইসলাম (৩৬), শ্রীকলা গ্রামের ওমর ফারুক (২৪), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আরিফা মর্শিদা (৫৩), দেবহাটা উপজলার কুলিয়া গ্রামের আব্দুল মাহবুদ (৬৪), দেবহাটা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আবুল হাসান (৩৫), আশাশুনি উপজেলার তুলসি দাশ (৪৫) ও মাধুরী (৬০), ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার মশিউর রহমান (৩০), একই ব্যাংকের আনারুল ইসলাম (৩৫), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার জাহাঙ্গীর আলম (৪০), কুখরালী বরাইপাড়া এলাকার আজিজুর রহমান (২৭), মেহেদীবাগ এলাকারা ঝরা (৬), ডাকবাংলা এলাকার আচিনা খাতুন (৩৭), মুনজিতপুর এলাকার নিলুফা ইয়াসমিন (৪৯) ও আব্দুল হাই (৪০), মিলবাজার এলাকার র‍্যাব -৬ এর আমিরুল ইসলাম (৪৮), কাটিয়া এলাকার সাথি (২৯), পলাশপোল এলাকার সিনহা জামান (১৫), একই এলাকার তাহনা জামান (১৮) ও ফওজিয়া (২৪), সাতক্ষীরা পরিসংখ্যান অফিস সহকারী আকরাম হোসেন (২৬), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার হাউজ অপারেটর শাহজালাল (৩৮) এবং সদর উপজেলার ভোমরা এলাকার আবুল খায়ের (৪৫)।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ জুলাই পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৬২১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৬৩৯ জনের করোনা পজিটিভ ও বাকীদের সব নেগেটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরো জানান, ইতিমধ্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!