খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

টানা বৃষ্টির কারণে সাতক্ষীরায় মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে ইসলামী একাডেমী রেফায়ী জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সদর থানা জামে মসজিদের ইমাম ও খতিব সাইফুল্লাহ আনোয়ার।

নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় মুসুল্লিবৃন্দ। জামাত শেষে জেলা প্রশাসক মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। এরপর একই মসজিদে সকাল ৮ টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহরে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় মুনজিতপুর লম্বাটালি এলাকার জামে মসজিদে সকাল সাড়ে ছয়টায়। সকাল পৌনে ৭ টায় বিসমিল্লাহ জামে মসজিদ ও আহসানিয়া মিশন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টায়। সকাল সোয়া ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সাতক্ষীরা সদর থানা জামে মসজিদে। একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের পাওয়ার হাউজ ও কালেক্টরেট জামে মসজিদে।

এছাড়া টানা বৃষ্টির কারণে সাতক্ষীরা শহরের অন্যান্য এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!