খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

সাতক্ষীরায় বিশ্ব নদী দিবসে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

“নদী একটি জীবন্ত সত্তা-নদী বাঁচলে, বাঁচবে মানুষ, বাচঁবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার (৩০নভেম্বর) সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা পদ্মলোক কেন্দ্র অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এএলআরডি ঢাকা’র সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন স্বদেশ, পদ্মলোককেন্দ্র ও সামস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নাগরিক প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ধারনাপত্র উপস্থাপন করেন পদ্মলোক কেন্দ্রের সমন্বয়ক মাহাবুবর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবলু বিশ্বাস, জামাল উদ্দিন বিশ্বাস, সামিয়া ইয়াসমিন, সোনিয়া খাতুন প্রমুখ।

নদী জীবনের অংশ, নদীবাঁচলে মানুষ ও প্রকৃতি বাঁচবে। এর সুরক্ষা অত্যান্ত জরুরী। দেশে বহমান অনেক নদী আজ ভুল নদী শাসন ও একতরফা পানি প্রত্যাহারের ফলে ভরাট হয়ে গেছে এবং যাচ্ছে। আমাদের সকল উন্নয়ন, কৃষি, বানিজ্য এখনও নদী নির্ভর। তাই আমাদেরও নিজেদের টিকে থাকা ও বেঁচে থাকার জন্য সকল খাল ও নদী দখল ও দুষণমুক্ত করে এর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হবে।

সভায় নদীর সুক্ষায় বেশ কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে স্থানীয় পর্যায়ে নদ-নদী সুরক্ষা দাবীর আন্দোলনকে জোরদার করা, ‘নদী একটি জীবন্ত সত্তা’ নদী সুরক্ষায় উচ্চ আদালতের এই রায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং নদ-নদী সুরক্ষার দাবিতে স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজ ও সরকারের মধ্যে সমন্বয় তৈরি করে কাজ করা। স্থানীয় পর্যায়ে সহযোগী সংস্থার মাধ্যমে নদ-নদী-খালসহ অন্যান্য পানি প্রবাহের তথ্য সংগ্রহ, জনমানুষের জীবন-জীবিকার উপর নদী দখল-দূষণের প্রভাব, পরিবেশ-প্রতিবেশ এবং দখল-দূষণ-খনন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!