খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

সাতক্ষীরায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিদেশী পিস্তলসহ মো: জিল্লুর রহমান ওরফে জীবনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর একটি অভিযানিক টিম। রোরবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তাকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাহেরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র‌্যাব ৬ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দেবহাটার বহেরা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় তারা মো: জিল্লুর রহমানের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!