খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের ৯৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃধবার (২ আগষ্ট) রাতে জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযানে এসব নেতাকর্মীদের আটকের পর বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরার আশাশুনিতে ৩৬ জন, শ্যামনগরে ১৯ জন, কালিগঞ্জে ১৭ জন, সদর থানায় ১৪ জন, তালায় ৪ জন, দেবহাটায় ২ জন ও কলারোয়া থেকে ১জনকে আটক করা হয়। তবে পাটকেলঘাটা থানায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আটককৃতদের মধ্যে ইউপি সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক রয়েছে।

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গণি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৩ জনকে আটক করেছে। অহেতুক হয়রানির উদ্দেশ্যে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের এই ১৩ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে উল্লেখ করে তিনি।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ১৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরার আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস জানান, নাশকতার মামলায় জেলার বিভিন্ন থানায় আটক ৯৩ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে বৃহস্পতিবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!