খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

সাতক্ষীরায় বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে রোববার (২১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শের আলীর সঞ্চালনায় সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবি, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে হবে। তা না হলে বিএনপি চেয়ারপার্সনের কিছু হলে তার দায় নিতে হবে সরকারকেই । বক্তারা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ২৩ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান।

সাংগঠনিক সভায় আরও বক্তব্য রাখেন, প্রবীণ নেতা কলারোয়া উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি বজলুর রহমানসহ সাতটি উপজেলা ও দুটি পৌরসভার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!