বাম গণতান্ত্রিক জোটের ডাকা বৃহস্পতিবারের হরতালে সাতক্ষীরায় নূন্যতম প্রভাব পড়েনি। শহরে যান চলাচল ছিল স্বাভাবিক। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলেছে স্বাভাবিকভাবে। এমনকি হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি জোটের কোন নেতাকর্মীকে।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরে যানবাহন চলেছে আগের দিনের মতো। অফিস-আদালত,দোকান-পাট চলেছে স্বাভাবিকভাবে। হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের।
এবিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সাতক্ষীরার জেলা সমম্বয়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল জানান, অনিবার্য কারণে হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করা সম্ভব হয়নি।
জ্বালানি তেল,ইউরিয়া সার,খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণের ভাড়া কমানো,বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালিত হয়েছে।
খুলনা গেজেট/এইচআরডি