সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে শুভজিত সরকার নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দেবহাটা উপজেলার ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির মধ্যে খেলার সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে। এসময় আহত হয় আবিদ হাসান ও জয় কুমার দাস নামের আরও দুই শিক্ষার্থী।
বজ্রপাতে নিহত শুভজিত সরকার (১৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা এালাকার রাজকুমার সরকারের ছেলে। সে দেবহাটা উপজেলার ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, টিফিনের ফাঁকে স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিলো। বৃষ্টিপাত শুরু হলে অধিকাংশ শিক্ষার্থী স্কুলের বারান্দায় উঠে গেলেও মাঠে দুই তিন শিক্ষার্থী ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শুভাজিত সরকারসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভজিত সরকারকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলে খেলার সময় হঠাৎ বজ্রপাতে একজন শিক্ষার্থী মারা গেছে। এসময় আরও দুই জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এসজেড