খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাতক্ষীরায় প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি’র প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের দ্বিতীয় প্রয়ান দিবস উপলক্ষে এক স্মরণসভা বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, চেয়ারম্যান মাসুদুল আলম, আশেক এ এলাহী মুন্না, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, সদস্য সচিব সালাউদ্দীন লিটন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নূরজাহান পারভীন ঝর্ণা, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়িকা সালেকা হক কেয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছোলায়মান কবির, দেবহাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

স্মরণ সভায় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, তরিকুল ইসলাম তার রাজনৈতিক জীবনে নানাবিধ অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েও কোন দিন আদর্শচ্যুত হননি। জননেতা তরিকুল ইসলাম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের মূর্ত প্রতিক।

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন আপদমস্তক পরিচ্ছন্ন রাজনীতিবীদ। তিনি ছিলেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক এবং এই অঞ্চলের সকল উন্নয়নের রুপকার। তিনি তরিকুল ইসলামের আদর্শকে অনুস্মরণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য মোঃ শের আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক খায়রুজ্জামান রঞ্জু। স্মরণ সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!