সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে স্কুলের ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (২১ আগষ্ট) সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা অবিলম্বে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে স্বপদে বহাল করার দাবী জানান এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জন কর্মসূচি ঘোষণা করেন। একই সাথে রণ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এসএম মাহবুবর রহমানকে দুর্ণীতিবাজ আখ্যা দিয়ে তাকে কমিটি থেকে বহিস্কার করার দাবী জানান।
এরআগে গত ১৬ আগস্ট ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এসএম. মাহাবুবুর রহমান। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ জাহারুল ইসলাম, মোঃ আজারুল ইসলাম, শেখ আব্দুল হামিদ ও মোঃ আনিসুর রহমান বিভিন্ন অভিযোগ করেন।
এসব অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুল ম্যানেজিং কমিটিকে তোয়াক্কা না করে ইচ্ছেমতো অনিয়ম-দুর্নীতি করে চলেছেন। এমনকি স্কুলের বিভিন্ন তহবিল থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে থাকেন। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে নিজের বাড়িতে প্রাইভেট পড়ান। এছাড়া বিগত চার বছর যাবৎ বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব কারও কাছে উপস্থাপন না করে সম্পূর্ণ গোপনীয়ভাবে নিজেই পরিচালনা করেন।
তাদের আরো অভিযোগ, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, সরকারি বই স্কুলের শিক্ষার্থীসহ বহিরাগতদের কাছে বিক্রি করা এবং চতুর্থ শ্রেণির দুইজন কর্মচারী নিয়োগের মাধ্যমে ২০ লাখ টাকা গ্রহণ করে তা প্রধান শিক্ষক আত্মসাৎ করেন বলে অভিযোগে বলা হয়। এব্যাপারে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হলেও প্রধান শিক্ষক কমিটিকে সহায়তা না করায় তাকে এই সাময়িক বরখাস্ত করা হয়।
তবে, বিক্ষোভ প্রদর্শনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এসএম মাহাবুবর রহমান তার নিজের লোকজন দিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসকল অভিযোগ সাজিয়েছেন। এমনকি তিনি প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে তাকে লাঞ্চিত করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যে হওয়ায় তা প্রমানে ব্যর্থ হয়ে তদন্ত কমিটিকে অসহায়তার অভিযোগ তুলে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।
শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে স্বপদে বহাল ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এসএম মাহবুবুর রহমানকে দুর্ণীতিবাজ আখ্যায়িত করে তাকে বহিষ্কারের দাবী জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে স্বপদে বহাল না করা পর্যন্ত বিদ্যালয়ের ক্লাশ বর্জন কর্মসূচি অব্যহ থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
খুলনা গেজেট/এইচআরডি