সাতক্ষীরা জেলার বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বলী গ্রামে শুক্রবার রাতে গোপনে এই বাল্য বিয়ের আয়োজন করা হয়।
জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বলী মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের নবম শ্রেণির এক ছাত্রীর কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের ষষ্ঠী মন্ডলের ছেলে দশম শ্রেণি পাশ মাছ ব্যবসায়ী অসিত মন্ডলের সাথে শুক্রবার রাতে গোপনে বিয়ের আয়োজন করে।
বাল্যবিয়ের এখবর জানতে পেরে জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাৎক্ষণিক বিষয়টি সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন।
একপর্যায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট বলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান মধুকে সাথে নিয়ে রাত ১০টার দিকে তিনি ওই ছাত্রীর বাড়িতে যান। তার সেখানে গিয়ে দেখেন বর তার দু’জন আত্মীয়কে নিয়ে মেয়ের বাড়ীতে এসেছে। এসময় তারা মেয়ের জন্ম সনদ দেখেন, তার বয়স মাত্র ১৪ বছর ৬ মাস। তখন তারা ওই ছাত্রীর মা ও বাবা এবং ছেলে(বর)কে বাল্যবিয়ে নিরোধ আইন সম্পর্কে অবহিত করেন। সার্বিক বিষয়ে জানা বোঝার পর স্কুল ছাত্রীর বাবা লক্ষ্ণীপদ মন্ডল তাদের মেয়েকে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন এবং ছেলের কাছ থেকেও একইভাবে মুচলেকা নিয়ে তাকে নিজ বাড়ীতে ফেরত পাঠানো হয়।
সাতক্ষীরা জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/কেএম