খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরায় পৌরসভার পানির বিল তিন গুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কোন প্রকার আলাপ-আলোচনা ও পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে পৌরবাসী । ভুক্তভোগী পৌরবাসীর ব্যানারে রোববার(১৮ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রেজাউল ইসলাম রাজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আছাদ আহমেদ অঞ্জু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভার পানির লাইনে এমনিইে নিয়মিত পানি থাকে না। মাঝে মধ্যে পানি আসলেও তার মধ্যে থাকে প্রচুর ময়লা ও দুর্গন্ধ। যা ব্যবহার ও পান করার অনুপোযগী। পৌরবাসী কোন উপায় না পেয়ে বিভিন্ন কোম্পানির সুপেয় পানি ক্রয় করে তা পান করে থাকেন। যা পৌরবাসীর জন্য অত্যান্ত কষ্টকর। পানির সংকটে যখন সাতক্ষীরা পৌরসভার মানুষ দিশেহারা ঠিক তখনই কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই পানির দাম তিন গুন বাড়িয়েছেন পৌরকর্তৃপক্ষ। যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় অবিলম্বে পানির মূল্য স্বাভাবিক রাখার জোর দাবি জানান। অন্যথায় পৌরবাসী আগামীতে কঠোর কর্মসুচি গ্রহন করতে বাধ্য হবেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!