সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। রবিবার রাত ৯টা ও দুপুর সাড়ে ১২টার দিকে শহরের অদূরে বিনেরপোতা কামরান ফিলিং স্টেশনের কাছে ও পৌর শহরের বাঁকাল মার্কাস মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পৌর শহরের বাঁকাল এলাকার শেখ মোকারম আলীর ছেলে শেখ জাহিদ হাসান (২৮) ও ট্রাকের হেলপার খুলনার খালিশপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা মোঃ রিয়াজ হোসেন (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল শিক্ষক শেখ জাহিদ হাসান বাড়ি থেকে বের হয়ে পৌর শহরের বাঁকাল মার্কাস মসজিদের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ধারে রাস্তা পার হয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুত গতির একই ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে বিকালে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১ টার দিকে তিনি মারা যান।
এদিকে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় কামরান ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তেল আনলোড করে পার্কিং করার জন্য রাত পৌনে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর উঠছিল। এসময় অসাবধানতা বশতঃ হঠাৎ ট্রাকটি পিছনে দাড়িয়ে থাকা হেলপার রিয়াজ হাসানকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক খুলনার খালিশপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা জব্বার হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান পৃথক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম