খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি
  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মাছ ব্যবসায়ি গুরুতর আহত

 নিজস্ব প্রতিবেদক , সাতক্ষীরা

 সাতক্ষীরায় দ্রুতগামি পরিবহনের ধাক্কায় মাছ ব্যবসায়ি গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা- কলারোয়া সড়কের মা চম্পার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাছ ব্যবসায়ির নাম আবুল বাসার (৫৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে।
থানাঘাটা গ্রামের সুরাইয়া খাতুন জানান, তার বাবা আবুল বাসার মঙ্গলবার সাড়ে ৯টার দিকে লাবসা মাধ্যমিক বিদ্যালয়ে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মা চম্পার দরগার পরবর্তী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসডি পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৩-২৪৭০) তার মোটরসাইকেলকে ধাক্কা মারে। তার মোটরসাইকেলটি পরিবহনের নিচে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, আবুল বাশারের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মামুন হোসেন জানান, দুর্ঘটনা কবলিত পরিবহনটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!