খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
  বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

সাতক্ষীরায় নৌকা প্রার্থীর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৮নং খাজরা ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিমের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও গণঅনশন কর্মসুচি পালন করেছে স্থানীয়রা। রোববার (৫ডিসেম্বর) আশাশুনি স্মৃতিসৌধ চত্বরে খাজরা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ ও ইউনিয়নবাসীর ব্যানাওে এই কর্মসুচির আয়োজন করা হয়।

গণঅনশন ও মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক জাকিরুল ইসলাম, আখতার হোসেন, মুহম্মদ মাসুদ ও শিফালি খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, খাজার ইউপির বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম টুম্পা রানী ও শরবত হত্যা মামলাসহ কমপক্ষে ১৬টি মামলার আসামী। এলাকায় তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। দীর্ঘদিন ধরে সে ইউনিয়নে চাঁদাবাজী, বোমাবাজী, হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। তার অত্যাচার ও নির্যাতনে ইউনিয়নের সাধারণ মানুষ অতিষ্টি হয়ে উঠেছে।

বক্তারা আরো বলেন, চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পিতা মৃত মোজাহার সরদার যুদ্ধাপোরাধী মামলার আসামী। মামলাটি এখনো বিচারাধীন। তার অন্য ভাইরাসহ পুরো পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তার হাতে নৌকা প্রতীক শোভা পায়না। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌক প্রতীক পাওয়ার পরপরই এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। বক্তারা রাজাকাপুত্র শাহনেওয়াজ ডালিমের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিলের দাবি জানান। একই সাথে বর্তমান ইউনিয়ন আ’লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যাকে মনোনয়ন প্রদানের দাবী করেন। দুপুরে ঘন্টাব্যপী এ কর্মসূচী পালন করা হয়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!