খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
ভোটের মাঠ ছাড়তে নারাজ মনোনয়ন বঞ্চিতরা

সাতক্ষীরায় নৌকা পেয়েও টেনশন কাটছে না দলীয় প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দলীয় মনোনয়ন পেয়েও টেনশন বাড়ছে সাতক্ষীরার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে। জেলার চারটি সংসদীয় আসনের তিনটিতেই রয়েছেন একজন নারীসহ আ’লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে মনোনয়ন বঞ্চিত একজন বর্তমান সংসদ্যও রয়েছেন। স্বতন্ত্ররা ইতিমধ্যে দলের নেতাকর্মীদের একাংশকে তাদের কাছে টানার প্রচেষ্টা শুরু করছেন। ফলে শেষ মুহুর্ত্বে দলীয় স্বতন্ত্র প্রার্থীরা মাথা ব্যাথার কারণ হতে পারে নৌকা প্রতীকের প্রার্থীদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাতক্ষীরার চারটি আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন সাতক্ষীরা-২ (সদর) আসনের বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ আওয়ামী লীগের অন্তত ৬ জন নেতা। ফলে শুরুতেই দলের মধ্যে গ্রুপিং মাথা চাড়া দিয়ে উঠছে। স্বতন্ত্র প্রার্থীরা দলের নেতাকর্মীদের একটি অংশকে তাদের পক্ষে আনার চেষ্টা করছেন। এছাড়া সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টির রয়েছে শক্তিশালি প্রার্থী। ফলে স্বতন্ত্ররা তাদের প্রার্থীতা প্রত্যাহার না করলে বিষয়টি মাথা ব্যাথার কারণ হতে পারে আওয়ামী দলীয় প্রার্থীদের।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১২ জন, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১১ জন, সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে ৬ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে ৮ জন জন প্রার্থী হয়েছেন।

সূত্র মতে, জেলার চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক পেয়েছেন চারজন। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৬ জন। এদের মধ্যে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন। সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপিসহ দু’জন। তবে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। যদিও এ আসনে আওয়ামী লীগের কয়েকজন মনোনয়ন চেয়েছিলেন। সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একজন।

সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, এই আসনে স্বতন্ত্র পার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান। তবে জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেননি।

সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং আ’লীগ নেতা এনছান বাহার বুলবুল।

সাতক্ষীরা-৩ দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে দলীয় কোন স্বতন্ত্র প্রার্থী ছাড়াই মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী মাসুদা খানম মৃধা।

এদিকে, বিএনপি ও তাদের মিত্ররা ভোটে না আসার সিদ্ধান্তে অনড়। এ কারণে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের মত ঘটনা এড়াতে এবং ভোটের আমেজ ধরে রাখতে নির্বাচনে কৌশলী অবস্থানে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটি প্রতি আসনে ডামি প্রার্থী রাখার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে। দলের হাইকমান্ডের এমন অবস্থানের কারণে এবার সাতক্ষীরার ভোটের মাঠ ছাড়তে নারাজ মনোনয়ন বঞ্চিতরা। ফলে প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এবার নৌকার মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে মনোনয়ন বঞ্চিত ঘরের প্রার্থীরাই। এ নিয়ে টেনশনে আছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!