খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সাতক্ষীরায় নির্বাচনে জিতে ভোটারদের বাড়ি-বাড়ি তৃতীয় লিঙ্গের কুলসুম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (১, ২ ও ৩ নং) ওয়ার্ডের নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন।

নির্বাচনে জয়লাভ করার পর কুলসুম খাতুন এখন ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দোয়া প্রার্থনা করে বিপদে আপদে পাশে থাকার কথাও জানাচ্ছেন তিনি। বিজয়ী প্রার্থীকে বাড়িতে পেয়ে খুশি এলাকার মানুষ।

জানা যায়, তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের বাসিন্দা। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এতে বিপুল ভোটে জয়লাভ করেন কুলসুম।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে আছিয়া খাতুন পেয়েছেন ৫২০ ভোট, বক প্রতীক নিয়ে নিগার সুলতানা ৯৫৭ ভোট, কলম প্রতীক নিয়ে শিরিনা খাতুন ৪০৭ ভোট ও মাইক প্রতীক নিয়ে কুলসুম খাতুন পেয়েছেন ৪ হাজার ৬৮ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রার্থীদের চেয়ে প্রায় চারগুন বেশী ভোট পেয়ে জয়লাভ করেন কুলসুম খাতুন।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা অনেক পেছনে পড়ে আছে। তাদেরকে সামনের দিকে এগোতে হবে। পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করি নির্বাচনে দাঁড়াব। সেই পরিকল্পনা থেকেই মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থেকেছি। এবার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। এখন মানুষকে আরও বেশি সেবা দিতে হবে।

তিনি আরও বলেন, আমার একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া। গরিব-দুখী মানুষের পাশে দাঁড়াতে হবে। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রেই আমি প্রথম হয়েছি। ৪ হাজার ২০০ ভোট পেয়েছি আমি। আমি সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই। ভোটে জেতার পর সবার বাড়ি বাড়ি গিয়ে দোয়া নিচ্ছি।

এলাকাবাসী জানিয়েছেন, স্বামী-সংসার নেই কুলসুমের। তিনি সব সময় মানুষের সেবা করতে চান। তৃতীয় লিঙ্গের মানুষ হলেও সবার সঙ্গে মিলেমিশে চলাফেরা করেন। এলাকার মানুষও তাকে খুব ভালোবাসে। সে কারণে চারগুণ বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

কুলসুম বেগমের এত জনপ্রিয়তার রহস্য জানিয়ে ওই এলাকার ভোটার ফরহাদ হোসেন বলেন, উনি একজন সৎ প্রার্থী ছিলেন। সব দিক দিয়েই তিনি পারফেক্ট। তার দিক-নির্দেশনা অনেক সুন্দর ছিল। যা অন্যদের থেকে ব্যতিক্রম। ব্যবহারও খুব ভালো। ভাল ব্যবহার গুণে তার এত জনপ্রিয়তা। ফলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। আমাদের প্রত্যাশা থাকবে এখন তিনি যেভাবে মানুষের পাশে থাকছেন সেভাবেই যেন মানুষের পাশে থেকে সেবা দেওয়া অব্যাহত রাখেন। এছাড়া আমাদের ভোটারদের আর কিছু চাওয়ার নেই।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!