সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার ১০দিন পর অষ্টম শ্রেণির ছাত্র ময়নুরের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার ১০ আগষ্ট বিকাল সোয়া ৪টার দিকে সদর উপজেলার আলীপুর ফিলিং স্টেশনের পিছনে অবস্থিত জয়েন্ট ব্রিক্সের একটি টয়লেটের সেফটিক ট্যাংকির মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত রবিবার গ্রেফতারকৃত ইজিবাইক ছিনতাইকারি কবির হোসেনের দেয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ওই লাশ উদ্ধার করে।
উপজেলার পাঁচরখী গ্রামের সুরত আলী গাজীর ছেলে নিহত ময়নুর পড়াশুনার পাশপাশি ইজিবাইকও চালাতেন এবং রেউই মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়া করত।
জানা যায়, গত ৩০ জুলাই শুক্রবার বিকাল ৪টার দিকে ইজিবাইক চালানোর জন্য ময়নুর বাড়ি থেকে বের হয়। এরপর সে নিখোঁজ হওয়ার পর গত ১ আগষ্ট শনিবার সাতক্ষীরা সদর থানায় পরিবার থেকে একটি সাধারণ ডায়েরী করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, ময়নুরকে জোরপূর্বক জয়েন্ট ব্রিক্স নামের ইটভাটায় নিয়ে সেখানে তিনজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ইট ভাটার একটি টয়লেটের সেফটি ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট / এনআইআর