খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

সাতক্ষীরায় নারী অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান শীর্ষক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নারী অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার শুরু হয়েছে। শহরের কামালনগর এলাকায় তুফান কনভেনশন সেন্টারে তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নারী আন্দোলন সংগঠক রেখা সাহা।

তৃতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।

বক্তৃতা করেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও দ্য এটিটরস্ এর সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক তথ্য ও নিউজ বাংলার সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন, বাংলা টিবিউনের আসাদুজ্জামান, বাংলাভিশনের আসাদুজ্জামান, চ্যানেল নাইনের কৃষ্ণমোহন ব্যানার্জী, কালের কন্ঠের মোশাররফ হোসেন, এম জিল্লুররহমান, উন্নয়ন কর্মী মরিয়ম মান্নান, রাবেয়া সুলতানা রোজ, নেলী আফরিনসহ প্রশিক্ষণে স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী সহ ২৫জন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা গত ১০ সেপ্টেম্বর শুরু হয়। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১০০ জন পৃথক ৪টি ব্যাচে ভাগ হয়ে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!