সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতীর পক্ষে প্রথম নির্বাচনী মতবিনিময় সভা শনিবার রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর বিএনপি সভার আয়োজন করে।
সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে মতবিনময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম আকবর হোসেন, বর্তমান কমিটির সদস্য শের আলী, শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক এড. এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামু, জেলা কৃষকদলের আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী আহছানুল কাদির স্বপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা যুবলের সহ-সভাপতি নজরুল ইসলাম, হাসান শাহরিয়া রিপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন লিটন, আব্দুল্লাহ আল মাসুম রাজ, সাহাদত হোসেন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক, ওলিউর রহমান, জয়নাল আবেদীন, সৈয়দ আব্দুল জলিল খোকন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, আব্দুল্লাহ আল মামুন মধু, ইয়াছিন আলী, বিএনপি নেতা নূরুল হক, কামরুজ্জামান পলাশ, মনতাজ আলী, আশরাফ হোসেন, সাইফুল হোসেন, কাউন্সিলর প্রার্থী সুমনুর রহমান সুমন, কাউন্সিলর প্রার্থী শাহীনুর রহমান।
বক্তারা আগামি ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতীকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। বক্তারা নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।