সাতক্ষীরায় বেশী দামে সার বিক্রি করার অভিযোগে পৃথক অভিযানে দুইজন ডিলারের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর বাজার ও আশাশুনির বুধহাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গবার দুপুরে সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর বাজার ও আশাশুনির বুধহাটা বাজার পরিদর্শন করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় সরকার নির্ধারিত মূল্যে অপেক্ষা বেশি মূল্যে সার বিক্রি করার অভিযোগে প্রশাসনিক ব্যবস্থায় বুধহাটা বাজারের সার ডিলার মেসার্স শোভা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও ব্রক্ষ্মরাজপুর বাজারের মেসার্স সাহা কৃষি ভান্ডারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিতে সহযোগিতা করেন জেলা ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান।
খুলনা গেজেট/ টি আই