সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলয় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এদিকে জেলায় নতুন করে আরো ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখ নপর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৬ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তালা উপজেলপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সামেক হাসপাতালে ২৬ জন, সদর হাসপাতালে ৩ জন, কলারোয়ায় ১১ জন, শ্যামনগর ৫ জন ও কালিগঞ্জে ৯ জন করে এবং একটি বেসরকারি হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৯ জন ডেঙ্গু রাগী হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫৬৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬০ জন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ৪০ জন অন্যত্রে রেফার্ড করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৬ জন।
খুলনা গেজেট/ টিএ