সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত মোটরসাইকেল চালক স্বর্ণ শ্রমিক (কারিগর) সুব্রত কুমার সেন মারা গেছে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে সে মারা যায়। এ নিয়ে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় বিসিক শিল্পী নগরীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো তিন জনে।
নিহতরা হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে স্বর্ণ শ্রমিক তাপস কুমার মল্লিক (২০), খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮) ও একই উপজেলার বাকা গ্রামের উত্তম সেনের ছেলে মটরসাইকেল চালক সুব্রত কুমার সেন (২২)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তাপস, মিলন ও সুব্রত রাতে একটি মোটরসাইকেলে পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে রাত ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরী কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বর্ণ শ্রমিক তাপস ও মিলন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালক সুব্রত কুমার সেনকে দ্রুত উদ্ধার করে খুলনা সিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে চিহিৃত করতে পুলিশ মাঠে নেমেছে।
খুলনা গেজেট/এনএম