খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান
গাড়িতে পুলিশের স্টিকার

সাতক্ষীরায় টাকা আদায়কালে পাঁচ প্রতারক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রাইভেট কারে পুলিশের স্টিকার লাগিয়ে নিরীহ মানুষের কাছ থেকে কৌশলে টাকা আদায়কালে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্ততার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সকালে শহরের পলাশপোল এলাকার ‘বাজার কোলকাতা’ শপিং কমপ্লেক্স থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্ততারকৃতদের একজন নিজেকে ভারতের মুকেশ আম্বানীর কোম্পানীর লোক বলে পরিচয় দিয়ে আসছিল।

গ্রেপ্ততারকৃতরা হলো, খুলনা জেলার পাইকগাছার কাটিপাড়া গ্রামের আশরাফুল গাজী ওরফে রাজু ওরফে এডি পাশা (ভারতীয় নাগরিক পরিচয়দানকারী), সাতক্ষীরার শ্যামনগরের আবু সাঈদ, গোপালপুরের নির্মল সরকার, পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য হাকিম গাজী, ও চরমুলই গ্রামের আজিবর রহমান। এ সময় পালিয়ে যায় মোঃ আলাউদ্দিন, মোঃ জাহাঙ্গীর, আসলাম সরদার ও মোঃ শাহীন নামের আরো চার প্রতারক।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ ইয়াসিন আলী জানান, ১০ লাখ টাকা দিলে তার বিনিময়ে ৭ কোটি টাকার ব্যবস্থা করে দেওয়া হবে এমন কথা বলে প্রতারক চক্রটি আবুল ফয়েজ নামের এক ব্যক্তির কাছ থেকে কয়েক দফায় টাকা আদায় করে। ভারতীয় কর্মকর্তা এডি পাশাকে বস হিসাবে দেখিয়ে তারা ফয়েজের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করে আসছিল। সোমবার সকালে একইভাবে শহরের পলাশপোল এলাকার বাজার কোলকাতা শপিং কমপ্লেক্স এর ৩য় তলায় এই ধরনের প্রতারনা করে আরও টাকা লেনদেন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চারিয়ে হাতেনাতে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারক চক্রের আরো ৪ সদস্য পালিয়ে যায়। তাদের কাছে মূল্যবান সীমানা পিলার ও তক্ষক সাপ রয়েছে।

এসময় তাদের কাছ থেকে পুলিশ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার, কয়েকটি ভূয়া ভারতীয় ভিজিটিং কার্ড এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। অপরদিকে ভেজাল কয়েক বস্তা পানীয়ও আটক করেছে গোয়েন্দা পুলিশ। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!