সাতক্ষীরায় জলবায়ু কর্মসপ্তাহ উপলক্ষে লিডার্স এর নেতৃত্বে প্রতি বছরের ন্যায় ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী কর্মসূচী উদযাপন করা হচ্ছে। এই কর্মসূচীর তৃতীয় দিনে ২২ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাটে জলবায়ু ন্যায্যতার জন্য জলবায়ু অবরোধ করেছে বিশ্ব জলবায়ু কর্মসূচী সপ্তাহ উদযাপন কমিটি।
জলবায়ু পরিবর্তনে ক্ষতির স্বীকার মানুষেরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে তাদের ক্ষতিপূরণ দাবি করেছে। কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করেছে শ্যামনগর উপজেলা যুব ফোরাম, ইয়থনেট ফর ক্লাইমেট জাস্টিস, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সিডিও ইয়থ টিম।
জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশে এই ঝুঁকির মাত্রা অনেক বেশি। বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়টি আমলে নিচ্ছেন না। জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার জন্য সারা পৃথিবীব্যাপী জলবায়ু কর্মসপ্তাহ ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসাবে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন কর্মসুচি পালন করছে।
খুলনা গেজেট/এনএম