সাতক্ষীরা জেলা সাইবার ক্রাইম ইসভেস্টিগেশন টিম কর্তৃক সেপ্টেম্বর মাসে ৩৫ টি মোবাইল উদ্ধার করেছে। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন, সাইবার ক্রাইমের সদস্য এসআই রোকনুজ্জামানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা সাইবার ক্রাইম ইসভেস্টিগেশন টিম নিরলসভাবে কাজ করে আপনাদের মোবাইলগুলো উদ্ধার করেছে। এর জন্য পুলিশের কোন টাকা দিতে হয় না।
তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন হোসেনের নেতৃত্বে সাইবার টিম অত্যান্ত নিরলসভাবে ও দক্ষভাবে কাজ করে মোবাইল গুলো উদ্ধার করেছে।
খুলনা গেজেট/এনএম