সাতক্ষীরায় গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে এক দিন মুজুরের মৃত্যু হয়েছে। দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া চারা বটতলা এলাকার রোববার (৪ জুলাই) দুপুরে গাছ পড়ে যাওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃতের নাম নবাব আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের দুখু গাজীর ছেলে।
উত্তর পারুলিয়া চারা বটতলা এলাকার হাসিনা খাতুন জানান, তার স্বামী নবাব আলী গাজী উত্তর পারুলিয়া গ্রামের নূর আমিন গাজীর বাড়ির সামনে একটি সৃষ্টিফুল গাছ কাটার জন্য ৫০০ টাকা চুক্তি করে। দুপুর ১২টার দিকে গাছের ডালে রশি বেধে গাছে উঠার চেষ্টা করলে হঠাৎ ডাল ভেঙ্গে সে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে সে মারা যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ স্মৃতিভা দাস জানান, নবাব আলীর মাথায় ও মেরুদন্ডে বড় ধরণের আঘাত ছিল। মস্তিস্কের অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে নবাব আলীর মরদেহ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
খুলনা গেজেট/এমএইচবি