সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৫৪ শতাংশ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষায় দ্বিতীয় দিনের মত একই সংখ্যক ৫০ জন ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময় মোট ১২০ জনের নমুনা সংগ্রহ করা হয়।
জেলায় বুধবার (২জুন) ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল। করোনা শনাক্তের দিক দিয়ে সাতক্ষীরা এখন করোনার হটস্পট হয়ে উঠেছে।
এদিকে করোনা সংক্রমনের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় আগামি ৫ জুন শনিবার থেকে সাতক্ষীরা জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার উর্দ্ধগতি রোধে এই সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা প্রশাসন। বৃহস্পতিবার (০৩জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা গেজেট/এমএইচবি