খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

সাতক্ষীরায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল প্রদান করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির এমপি রবি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনগোষ্ঠীর কথা ভাবেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বেশি ভাবেন বলেই অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হচ্ছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৩০টি বাইসাইকেল ও ৬৮ জন শিক্ষার্থীকে দুই হাজার দুই শত টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!