খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক হতদরিদ্র, দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট ডিষ্ট্রিক্ট-৩২৮ বাংলাদেশের পক্ষ থেকে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে শুক্রবার সকালে এসব খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্টের সভাপতি নার্গিসের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী, সমাজ সেবক হারুনার রশিদ গাজী, আব্দুর রউফ গাজী, স্থানীয় স্বেচ্ছাসবক লীগ নেতা আক্তারুজ্জামান গাজী প্রমুখ।

এ সময় বড়দল ইউনিয়নের বড়দল, উত্তর বাইনতলা, মধ্যম বাইনতলা, মাঝেরডাঙ্গা, ঠাকুরপাড়া ও জেলেপাড়ার দুই শতাধিক হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, বিশুদ্ধ পানি, মাস্ক ও সাবান ইত্যাদি।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!