খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
করোনা আক্রান্ত ১১ জন সামেক হাসপাতালে ভর্তি

সাতক্ষীরায় কোয়ারেন্টাইন শেষ করলেন ভারত ফেরত ১২৮ যাত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রথম দফায় ভারত ফেরত ১৩৯ জন পাসপোর্ট যাত্রীদের মধ্যে করোনা পজেটিভ ১১জন  বাদে বাকি ১২৮ জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুর ১২টায় শহরের তুফান মোড়ের আবাসিক হোটেল টাইগার প্লাস থেকে তাদের অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়।

এরআগে তাদের হাতে করোনা নেগেটিভ সার্টিফিকেট ও রজনীগন্ধা ফুল তুলে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ তানজিললুর রহমান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুল হক শামস ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. জয়ন্ত সরকারসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে আজ তারা বাড়িতে ফিরছেন। এই গ্রুপ থেকে ১১জন করোনা পজেটিভ হওয়ায় দুপুরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশে ফেরা প্রথম দফায় সাতক্ষীরায় আনা ১৩৯ জন পাসপোর্ট ধারি বাংলাদেশী নাগরিকের নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয় তাদের ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরো জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে । সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমন হয়েছে কি না তা জানা যাবে। এছাড়া করোনা নেগেটিভ আসা ১২৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন।

এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আতংকিত না হয়ে জেলার সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গতঃ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম দফায় সাতক্ষীরায় আসা ১৩৯ জন বাংলাদেশী নাগরিককে সাতক্ষীরা শহরের ৪টি আবাসিক হোটেল কোয়ারেন্টাইনে রাখা হয়। নমুনা পরিক্ষা শেষে এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তাদের সবারই বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। হোটেল থেকে বিশেষ ব্যবস্থাপনায় দুপুরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। বাকিদের ছাড়পত্র দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!