খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে কৃষিসহ ১১৫টি ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এই সরকার দেশের মানুষের কথা ভাবেন বলেই দেশের ৮ লক্ষ গৃহহীন মানুষকে ঘর, কৃষকদের সার বীজসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে উলে­খ করে তিনি বলেন, সেজন্য সকলকে সজাগ ও সতর্ক হতে হবে। তিনি করোনার সংক্রমণ রোধে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলার ১৫৯০ জন কৃষককে প্রণোদনা ও ৬২০ জন কৃষককে পুনর্বাসন কৃষি সহায়তা দেওয়া হয়। রবি ২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, টমেটো ও মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় পৌরসভা ও ইউনিয়ন ওয়ারী বিতরণের জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৬৩০ জন চাষীর মধ্যে ৭০ জন সরিষা চাষীর প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ১৮০ জন গম চাষীর প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ৪০ জন সূর্যমুখী চাষীর প্রত্যেককে ১ কেজি সুর্যমুখী বীজ, ১৪০ জন টমেটো চাষীর প্রত্যেককে ৫০ গ্রাম টমেটো বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০০ জন মরিচ চাষীর প্রত্যেককে ৩০০ গ্রাম মরিচ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা ও অনুদান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরণ্ময় সরকার, উপসহকারি কৃষি অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি অফিসার অমল ব্যানার্জী।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!