সাতক্ষীরার আশাশুনিতে জমি ফিরে পাওয়ার দাবিতে কাফনের কাপড় পড়ে দ্বিতীয় দিনের মতো অনশন করেছে জমির মালিকরা। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল থেকে আশাশুনির রাজাপুর গ্রামে দখলকৃত জমির উপর বসে এই অনশন করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম কর্তৃক ওই জমিতে নির্মাণ কাজ বন্ধের দাবিতে এ অনশন পালন করা হচ্ছে। এর আগে একই দাবিতে সোমবার কাফনের কাপড় পরে অনশন পালন করা হয় । এ জমির মধ্যে ৩ শতক কিনে নেন ইউপি সদস্য শহিদুল ইসলাম। তবে তিনি টাকা আমানত করলে স্থগিত আদেশ দেন আদালত। অথচ সেই আদেশ অমান্য করে শহিদুল ইসলাম ওই জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করছেন।
আশাশুনি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক বলেন, আদালতের আদেশ অনুযায়ী দু’পক্ষকে ডেকে সমাধান করা হবে।
প্রসঙ্গতঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর মৌজায় এসএ ১১ ও আর এস ২৬৬ খতিয়ানে ২৮৪, ২৮৮, ২৯১, ২৯৪ ও ২৯৬ দাগে ৪৬ শতক জমির পৈত্রিক মালিক উজির আলী গাইন, শামছুর গাইনসহ ৬ জন। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ৫টি দাগের ৩ শতক জমি ক্রয় করেন শামছুরের নিকট থেকে। এসময় ২৯৪ ও ২৯৬ দাগ চিহ্নিত করে নেয়। অপর শরীক আয়ুব আলী টাকা আমানত করলে বিজ্ঞ আদালত স্থগিতাদেশ করেন। মেম্বারের ভাই ছাইদ একই মৌজা ও দাগে একই দাতার নিকট থেকে একই দাগ চিহ্নিত করে ২ শতক জমি ক্রয় করেন। এবার আয়ুব আলী টাকা আমানত করলে তার পক্ষে রায় হয়। অন্যদিকে আপোষ নামা দেখিয়ে জমির মিউটেশান সম্পন্ন করা হয়।
খুলনা গেজেট / আ হ আ