করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালের ফ্লু কর্ণারে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত দেড়টার দিকে তিনি মারা যান। এনিয়ে জলোয় করোনা উপসর্গে মারা গেছেন ৭৯ জন। এদিকে সাতক্ষীরায় নতুন করে আরো ৮ জনের করোনা সনাক্ত হয়েছে।
করোনা উপসর্গে মৃত বৃদ্ধা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের মৃত নূর মোহাম্মদের স্ত্রী হালিমা বেগম (৮০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ২৩ আগস্ট হালিমা বেগমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত দেড়টার দিকে তিনি মারা যান। ইতিমধ্যে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হালিমা বেগমের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তাদরে বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৯ আগষ্ট পর্যন্ত মোট ১ হাজার ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে ২৯ আগষ্ট পর্যন্ত জেলায় মোট ১০১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম