সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৯ জানুয়ারি শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯২ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলো, সাতক্ষীরা কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের রতন বিশ্বাসের ছেলে কমল বিশ্বাস (৫০) ও তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত রাজেন্দ্রনাথ ঘোষের ছেলে তারপাদ ঘোষ(৮৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২১ জানুয়ারি ও ২৬ জানুয়ারি তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি ভোর রাত দেড়টা ও সকাল সাড়ে ৭টার সময় তাদের মৃত্যু হয়।
সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে মোট ৫১ জন রোগী। এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ও বাকি ৪৩ জন সন্দেহজনক (সাসপেক্টেড)। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, শুক্রবার জেলায় কোন নমুনা পরীক্ষা হয়নি। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৩০৪ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৮জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ২৯৬ জন। জেলায় প্রথম থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরও ৭৯২ জন। জেলায় গড় সংক্রমণের হার ২০ দশমিক ৩৩ শতাংশ।
খুলনা গেজেট/ এস আই