করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়।
করোনায় মৃত ওই বৃদ্ধার নাম মহেরুননেছা (৬০)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হন দেবহাটার মহেরুননেছা। পরে তার করোনা রির্পোট পজেটিভ আসলে তাকে হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মারা যান।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই বৃদ্ধার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলায় মারা গেছেন মোট ৪৪ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ১৬৫ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১১৫ জন।
খুলনা গেজেট/ এস আই