সাতক্ষীরায় করোনা অক্রান্ত হয়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা শহরের চায়না বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
মৃত ঠিকাদারের নাম খন্দকার আলী হায়দার (৫৮)। তিনি সাতক্ষীরার শহরের কাটিয়া এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা জেলা এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সহ-সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ঠিকাদার খন্দকার আলী হায়দার বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা শহরের চায়না বাংলা (সিবি). হাসপাতালে ভর্তি হন। পরে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তর করা হয়। করোনা পরীক্ষার জন্য ১৯ এপ্রিল তিনি স্যাম্পল দেন। ২০ এপ্রিল বেলা ২টার দিকে তিনি মারা যান। পরে সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
করোনা আক্রান্ত হয়ে ঠিকাদার খন্দকার আলী হায়দার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্য বিধি মেনে মরহুমের দাফন সম্পন্ন করার পাশাপাশি তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
এদিকে, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২০ এপ্রিল পর্যন্ত মারা গেছেন মোট ৪১ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ১৬৩ জন।
খুলনা গেজেট/এনএম