সাতক্ষীরায় সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম পর্যায়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে বণ্টনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে বণ্টনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ও করোনা ভ্যাকসিন সুষ্ঠুভাবে বণ্টনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ডা. হুসাইন সাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুলাহ-আল মামুন, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক রওশানারা জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মফিকুল ইসলাম প্রমূখ।
সভায় জানানো হয় আগামী ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে সাতক্ষীরায় করোনার ভ্যাকসিন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সভায় প্রথম পর্যায়ে সরকারি নীতিমালা অনুযায়ী ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তালিকা তৈরী, ভ্যাকসিন সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/কেএম