সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহান।
পরে বিকালে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন এবং বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহম্মদ মতিউর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক পত্নী জেসমিন নাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহিনুর আক্তার টুম্পা, মিসেস মহসেনা শেখ, মিসেস ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদিকা ফারহা দিবা খান সাথী, সহ-সম্পাদিকা জেসমিন আক্তার চন্দন, সদস্য সাহানা মহিদ বুলু, সরকারি কমিশনার ভূমি সুমনা আইরিন, ইসমত আরা, মমতাজ খাতুন মিরা, রূপালি খান, নাসরিন খান লিপি, মারূফা আক্তার শম্পা, রাফিয়া খাতুন, লাবনী দত্ত, জোসনা দত্ত প্রমুখ।
খুলনা গেজেট/এনএম