সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঋণ খেলাপির দায়ে ৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিনে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা নির্বাচন অয়িসার মোঃ নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে যাচাই-বাছাইকালে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারী ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সাথে সাধারণ কাউন্সিলর পদে ৫১ জনের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। এসময় বাছাইকালে ৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
যাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন, ১ নং ওয়ার্ডের মোঃ রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ৩নং ওয়ার্ডে সুমন রহমান, ৪নং ওয়ার্ডে শেখ আসাদ আহমেদ অনজু, ৭নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রশিদ, মোঃ শফিউর রহমান, মোঃ আব্দুল্লাহ আল-মামুন। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ প্রার্থী আগামী তিনদিনের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর আপিল করতে পারবের।
মেয়র পদে বৈধ পাঁচ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর-রউফ এবং স্বতন্ত্র পার্থী জামায়াত নেতা মোঃ নুরুল হুদা ও প্রার্থী নাছিম ফারুক খান মিঠু।