খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় খুলনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, খুলনা ছোটবহেরা এলাকার মোঃ আশরাফ মোল্লার ছেলে মোঃ মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহমেদ ও বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।

সোমবার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান।

ওসি জানান, ১৭ জানুয়ারি সাতক্ষীরা থেকে অরবিন্দ দাস নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হওয়ার পর তার অভিযোগের প্রেক্ষিতে চোরচক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা পুলিশ ফাড়ির এসআই মোঃ মুস্তাাফিজুর রহমান উন্নত প্রযুক্তির সহায়তায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে খুলনা থেকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় এনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!