খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় আর কখনো ২০১৩ সালের পরিস্থিতি ফিরবে না; ডিআইজি মঈনুল হক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেছেন, হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় আর কখনো ২০১৩ সালের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না। ওই দিন আর কখনো ফিরবে না। কাজেই আপনারা কোন রকম গুজবে কান দিবেন না। সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর কথায় নয় বাস্তবে পরিলক্ষিত। আগামীর স্মার্ট বাংলাদেশও বাস্তবে রুপ নেবে। সেজন্য সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে
হবে।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন ড্রীল শেড মিলনায়তনে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন উড়ন্ত বিমানের মতো। তাকে কোন ভাবেই ঠেকানো সম্ভব নয়। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যহত থাকবে। সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সমন্বিতভাবে সক্ষমতা বেড়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা আনসার ভিডিপির কমান্ডার মোরশেদা খানম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল প্রমুখ।

সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার সাতটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র, ৭৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্য, জেলা পুলিশিং কমিটির সদস্য, বিট পুলিশ, ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!