সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গ আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারী ও বেরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কলারোয়ায় ৬, শ্যামনগর ও তালায় ১ জন করে রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৮৫ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার্ড করা হয়েছে ১৮ জনকে। জেলা এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে একজন।
বর্তমানে হাসপাতলে ও ক্লিনিকে চিকিৎসাধীন ৩৬ রোগীর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, দেবহাটায় ২ জন, কালিগঞ্জে ৫ জন, কলারোয়ায় ৫ জন ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং একটি বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিরলসভাবে পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসা সেবাসহ সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিয়ে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি পৌর এলাকা ও সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে সে লক্ষ্যে পৌর মেয়র ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, আমি আমাদের যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, তাঁতীলীগসহ সহযোহী সকল সংগঠনের নেতাকর্মীদের আহবান জানাব, ডেঙ্গু প্রতিরোধে আমাদের কর্মীরাও যেন মাঠে নেমে পড়ে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে সব ধরনের সংগঠনকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নিজ বাসভবনে রোববার (১৪ আগষ্ট) নেতাকর্মীদেও সঙ্গে মতবিনিময়কালে এই আহবান জানান বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
খুলনা গেজেট/ বিএম শহিদুল