বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে। কোনভাবেই থামছে করোনা সংক্রমণ। প্রতিদিন উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্তের হার। জেলায় রবিবার(৩০ মে) শনাক্তের হার ৪১ শতাংশের বেশি।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৯ মে শনাক্তের সংখ্যা ছিল ২২ জন। এদিন ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর আগে ২৭ মে বৃহস্পতিবার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজেটিভ আসে। বুধবার ২৬ মে সর্বমোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। যেখানে শনাক্তের হার ছিল প্রায় ৪৬ শতাংশ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
খুলনা গেজেট/ এস আই